সোমবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন দীপ্তি ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানা মালিকপক্ষ মেশিন অপারেটরের কাজে নিয়োজিত সাধারণ শ্রমিকদের দিয়ে ইটিপি প্লান্টের দেয়াল নির্মাণের কাজ করাচ্ছেন। সোমবার বিকেলে ৭/৮ জন মেশিন অপারেটর শ্রমিক সেই প্লান্টের কাজ করার সময় নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালের নীচে চাপা পড়ে আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রাকিব, হৃদয় ও সোহেল নামে আরও তিন শ্রমিক। পরে অন্যান্য শ্রমিকরা হতাহতদের শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা বলেন, বিকেলে ফতুল্লা থেকে একজনকে মৃত ও তিনজনকে আহত অবস্থায় আনা হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শ্রমিক ও তাদের স্বজনদের অভিযোগ, ডাইং মালিকপক্ষ সাধারণ শ্রমিকদের দিয়ে ইপিটি প্লান্টের মতো জটিল প্রকল্পের নির্মাণ কাজ করানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন তারা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘দেয়ালের নীচে চাপা পড়ে এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহত শ্রমিক আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি শরীফুল ইসলাম।
]]>