দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়: চরমোনাই পীর

১ দিন আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সারা বাংলাদেশে একটি রব উঠেছে, দেশের মানুষ বলছে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের কোনো দলকে দেখিনি। তাই এবার ইসলামী দলকে দেখতে চাই। দেশের মানুষ চায় ইসলামী দল ক্ষমতায় আসুক।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা’ বিষয়ক ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া করা হয়েছে। শুধু লন্ডনে ভূমি মন্ত্রীর সাড়ে তিনশো টি বাড়ি পাওয়া গেছে। বিদেশের বিভিন্ন স্থানে তারা বাড়িঘর করেছে। নেতারা দেশের জনগণের টাকা লুট করে বিদেশে বাড়িঘর করেছে। ৫ আগস্টের পর দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুন্দর পরিবেশ কাজে লাগাতে না পারলে এটা বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এটি দেশের জন্য কলঙ্ক হয়ে থাকবে।’

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে নিহত ৪: ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তারা

 

চরমোনাই পীর বলেন, ‘খুনিরা, চাঁদাবাজরা দেশের টাকা পাচারকারীরা, ক্ষমতার যাওয়ার জন্য মাকে সন্তানহারা করবে, এজন্য আমাদের তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, তা হতে পারে না। বাংলাদেশ ইসলামী আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।’

 

রেজাউল করীম বলেন, ‘ফ্যাসিস্টরা বলে ছিল হাসিনা পালায় না, কিন্তু আল্লাহর কুদরতে হাসিনা পালিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার ভোটের অধিকার রক্ষা হবে।’

 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন।

 

আরও পড়ুন: বিএনপিকে যে বার্তা দিলেন ইসলামী আন্দোলনের ফয়জুল করীম

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা মাহদুল হাসান, হাফিজ মাওলানা মুফতি মঈনুদ্দিন খান তানভীর প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন