দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: উপদেষ্টা

১ সপ্তাহে আগে
দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

 

আরও পড়ুন: ৫৪ বছরে কতটা এগোলো বাংলাদেশ, সামনে কী চ্যালেঞ্জ?

 

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন