রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর ভাটারা এলাকার বারিধারা জে ব্লকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আবার মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। আমি বিশ্বাস করি, এবার জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে।
আরও পড়ুন: ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি সবসময়ই মাটি ও মানুষের দল হিসেবে কাজ করেছে। যতবার বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·