দেশি কোচদের অধীনে সাদা বলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্রিকেটারদের

২ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দেশি কোচদের অধীনে প্রস্তুতি শুরু করেছেন সাদা বলের ক্রিকেটাররা। হেড কোচ ফিল সিমন্সের দিক নির্দেশনা অনুযায়ী অনুশীলন করা হচ্ছে বলে জানান কোচ মিজানুর রহমান বাবুল। লঙ্কানদের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দেশে থাকা ক্রিকেটাররা। মোস্তাফিজুর রহমানও এখন পুরোপুরি ফিট, শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটেই দেখা যাবে কাটার মাস্টারকে।

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। প্রস্তুত হচ্ছে গলের, টেস্ট পরীক্ষা দিতে। বসে নেই দেশে থাকা রঙ্গিন পোশাকের ক্রিকেটাররাও। বৃষ্টি মাথায় নিয়ে এদিন মিরপুরে শুরু করেছে সাদা বলের অনুশীলন। ভরসা দেশি কোচদের ওপরেই।

 

শ্রীলঙ্কার বিপক্ষে এই তিন ফরম্যাটের সিরিজ শুধু ক্রিকেটারদেরই নয়, বড় পরীক্ষা হেড কোচ ফিল সিমন্সেরও। সাফল্য পেতে মরিয়া ক্যারিবিয়ান কোচ। যাওয়ার আগে দেশে থাকা ক্রিকেটারদের জন্যও কোচদের দিয়ে গেছেন পরামর্শ।

 

এ বিষয়ে বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘উনি (ফিল সিমন্স) দেশে থাকা অবস্থায় ক্রিকেটারদের যতটুকু দেখেছেন, সে অনুযায়ী আমাদের দিকনির্দেশনা দিয়ে গেছেন। শ্রীলঙ্কায় একটু বাউন্সিং উইকেট থাকে, সুইং কম থাকে। খুবই ব্যাটিং সহায়ক উইকেট থাকে। (সে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে) আমরা চট্টগ্রাম যাব। সেখানে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। পাশাপাশি দুটো অনুশীলন সেশনও থাকবে এবং লাইটের নিচে অনুশীলনের চেষ্টাও থাকবে।’

 

আরও পড়ুন: দায়িত্ব পেয়েই আশার কথা শুনালেন মিরাজ

 

দুবাই-পাকিস্তান সবশেষ দুই সিরিজে ব্যাটিংয়ে ভালো শুরু করেও সবাইকে হতাশ করেছে ব্যাটাররা। এ সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছে টাইগাররা। ব্যাটারদের মতো বোলারও করেছে হতাশ। মোস্তাফিজের না থাকাটা ভুগিয়েছে লিটনের দলকে। তবে, কাটার মাস্টার এখন পুরোপুরি ফিট।

 

বাবুল বলেন, ‘মোস্তাফিজ খেলতে পারবে বলেই তো এখানে অন্তর্ভূক্ত করা হয়েছে। অনুশীলনের দ্বিতীয় দিন থেকে সে নেটে বোলিং করবে। ইনিংস বড় করা নিয়ে তানজিদ তামিমের সঙ্গে কথা বলেছি। তারাও চেষ্টা করছে।’

 

এদিন দীর্ঘসময় নাঈম শেখকে নিয়ে কাজ করেছেন বাবুল। ঘরোয়া লিগে পারফর্ম করেও তার দলে ডাক না পাওয়া নিয়ে হচ্ছে নানা আলোচনা। কারণটা জানালেন বিসিবি কোচ। আশারবাণী শোনালেন তানজিম সাকিব ও রিশাদকে নিয়েও।

 

বাবুল বলেন, ‘নাঈম শেখ টপ অর্ডার ব্যাটসম্যান। ওয়ানডে ম্যাচগুলোতে সে ভালো ব্যাট করেছে। এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারতো। জাতীয় দলের যে ওপেনিং স্লট আছে, তাদের যদি সে জানান দিতো পারতো যে আমিও প্রস্তুত আছি। তানজিম সাকিব পছন্দের একজন বোলার পাশাপাশি ইদানীং উনি ভালো ব্যাটিংও করছেন। আমাদের অলরাউন্ডারের যে ঘাটতি, আশা করছি সেটা পূরণ করতে পারবে। রিশাদ পিএসএলে অনেক ভালো বোলিং করেছে। আমরা আশা করেছিলাম, জাতীয় দলেও অনেক ভালো করবে। কিন্তু পরে দেশের হয়ে খেলাতে তার উপর আলাদা একটা চাপ ছিল। বাড়তি চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে এ জায়গা থেকে আমাদের উৎরাতে হবে।’

 

আরও পড়ুন: গ্লোবাল সুপার লিগে সাকিবকে রংপুরে চান সোহান

 

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেললেও, তিন ওয়ানডেতে নাঈম রান করেছেন ৬২ রান।

]]>
সম্পূর্ণ পড়ুন