দেখে নিন নারী বিশ্বকাপের ৮ দলের স্কোয়াড

৩ সপ্তাহ আগে
দল ঘোষণার দৌড়ে প্রথম হয়েছিল সহআয়োজক ভারত, ঘরের মাঠের টুর্নামেন্টের জন্য ১৯ আগস্ট দলের ১৫ সদস্যের নাম জানিয়েছিল তারা। গতকাল আরেক সহআয়োজক শ্রীলঙ্কার দল ঘোষণার মধ্য দিয়ে তা পূর্ণতা পেল, ৮ দলের স্কোয়াডই পেয়ে গেল নারী ওয়ানডে বিশ্বকাপ।

ভারতের ৪ ও শ্রীলঙ্কার এক ভেন্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা ছাড়া এতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দেখে নিন এই ৮ দলের স্কোয়াড।


অস্ট্রেলিয়া

ফোয়েব লিচফিল্ড, জর্জিয়া ভল, অ্যালিসা হিলি (অধিনায়ক), বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হারিস, অ্যালিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং, সোফি মলিনাক্স, জর্জিয়া ওয়্যারহাম, ডার্সি ব্রাউন ও মেগান স্কাট।


আরও পড়ুন: বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করলেও ব্যাটিং নিয়ে শঙ্কা মিসবাহ’র


বাংলাদেশ

শারমিন আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, রিতু মনি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা।


ইংল্যান্ড

তামি বেমন্ট, সোফিয়া ডাঙ্কলে, হিদার নাইট, এমা ল্যাম্ব, ডানি ওয়াইট, অ্যামি জোনস, নাট স্কাইবার-ব্রান্ট (অধিনায়ক), অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলেস্টোন, সারাহ গ্লেন, লিনসে স্মিথ, অ্যামিলি আরলট, লরেন বেল ও লরেন ফিলার।


ভারত

স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, প্রতিকা রাওয়াল, জেমিমাহ রদ্রিগেজ, উমা চেত্রি, রিচা ঘোষ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), আমনজত কৌর, দিপ্তী শর্মা, শ্রী চরণি, স্নেহ রানা, রাদা যাদব, ক্রান্তি গৌদ, অরুন্ধতি রেড্ডি ও রেনুকা সিং।


আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন


নিউজিল্যান্ড

ম্যাডি গ্রিন, জর্জিয়া প্লিমার, অ্যাজি গেজ, পলি ইংলিস, বেলা জেমস, সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, ফ্লোরা ডেভনশায়ার, ব্রুক হ্যালিডে, অ্যামেলিয়া কের, এডেন কারসন, ব্রি ইলিং, জেস কের, রোসমেরি মাইর ও লে তাহুহু।


পাকিস্তান

সিদ্রা আমিন, আয়মান ফাতিমা, সাদাফ শামাস, শাওয়াল জুলফিকার, মুনিবা আলী, সিদ্রা নাওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাতালিয়া পারভেজ, আলিয়া রিয়াজ, ওমাইমা সোহাইল, সাদিয়া ইকবাল, নাশ্রা সান্ধু, সৈয়দা আরুব শাহ, রামিন শামিম ও দিয়ানা বেগ।


আরও পড়ুন: বিসিসিআই সভাপতি হওয়ার গুঞ্জনে শচীন নীরবতা ভাঙলেন


দক্ষিণ আফ্রিকা

লরা উলভার্টড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, সিনালো জাফতা, কারাবো মেসো, অ্যানেকে বোশ, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরে ডেরেকসেন, মারিজান কাপ, সুনে লুস, ক্লো তাইরন, ননকুলুলেকো লাবা, নন্দুমিসো শানাগেস, আয়াবঙ্গা খাখা, মাসাবাতা ক্লাস ও টুমি সেখুখুনে।


শ্রীলঙ্কা

নিলাকশি ডি সিলভা, ইমেশা দুলানি, বিস্মী গুনারত্নে, হাসিনা পেরেরা, হার্শিতা সামারাভিক্রমা, আনুস্কা সানজীবনি, চামারি আতাপাত্তু (অধিনায়ক), কাভিশা দিলহারি, দেওমি ভিহাঙ্গা, পিউমি ওয়াথসালা, সুগানডিকা কুমারি, ইনোকা রানাওয়েরা, আচিনি কুলাসূর্য, মালকি মাদারা ও উদেশিকা প্রবধনি।

]]>
সম্পূর্ণ পড়ুন