ডাব্লিন ফুটবল ক্লাব বোহেমিয়ানসের সমর্থক ডেক্লান মিনাঘ একটি চোখের সমস্যা নিয়ে জন্মেছিলেন। যার কারণে তিনি মাত্র ৫ শতাংশ দেখতে পান। তিনি তাঁর প্রিয় দল বোহেমিয়ানসের ডালিমাউন্ট পার্ক স্টেডিয়ামের গোলের পেছনে সামনের সারিতে বসলেও, ক্রসবারের বাইরে কী ঘটছে তা দেখতে পান না।