এ বছরের শুরুর দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শামি টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন, যা গত তিন বছরের মধ্যে এই ফরম্যাটে প্রথমবার। তার আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেন তিনি। রাজকোটে কামব্যাক ম্যাচে উইকেটশূন্য থাকলেও, ওয়াংখেড়ে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন তিনি।
তবে, ৩৫ বছর বয়সী এই পেসার আইপিএল–২০২৫ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খুবই খারাপ সময় কাটান। নয় ম্যাচে মাত্র ছয় উইকেট নেন, আর ইকোনমি রেট ছিল ১১.২৩। এমনকি কিছু ম্যাচে তাকে বেঞ্চেও বসিয়ে রাখা হয়।
এরপর শামি ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে জায়গা পাননি, কারণ হিসেবে ফিটনেস ইস্যুর কথা শোনা যায়। এশিয়া কাপেও উপেক্ষিত হন তিনি। যদিও অনেকে ভেবেছিলেন ফিটনেসের কারণেই বাদ পড়েছেন শামি, কিন্তু সিনিয়র এই পেসার জানিয়েছেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে মাঠে গড়াতে যাওয়া দুলীপ ট্রফিতে খেলবেন তিনি।
আরও পড়ুন: এটাই ইংল্যান্ডের সেরা ব্যাটিং লাইনআপ: হ্যাজেলউড
শামি 'নিউজ২৪ স্পোর্টস'কে বলেন, 'আমি বাদ পড়ার জন্য কাউকে দোষ দিই না বা অভিযোগও করি না। আমি যদি দলের জন্য সঠিক হই, আমাকে বেছে নিক, যদি না হই, তাতেও আমার কোনো সমস্যা নেই। সিলেক্টরদের দায়িত্ব হলো টিম ইন্ডিয়ার জন্য সেরা সিদ্ধান্ত নেওয়া। আমি নিজের দক্ষতায় বিশ্বাস রাখি যে, সুযোগ পেলে আমি সর্বোচ্চটা দেব। আমি কঠোর পরিশ্রম করছি।'
শামিওকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি আসলেই এশিয়া কাপের জন্য ফিট ছিলেন? শামি পাল্টা প্রশ্ন করেন, 'আমি যদি দুলীপ ট্রফি খেলতে পারি, তবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব না কেন?'
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ফিটনেস সমস্যার কারণে খেলতে না পারলেও, দুলীপ ট্রফিতে শামি নিজের সামর্থ্য প্রমাণ করতে চান, বিশেষ করে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে। তবে তিনি স্বীকার করেছেন, এখন জাতীয় দলে ফেরার আশা খুব একটা নেই।
আরও পড়ুন: আঞ্চলিক ক্রিকেট থেকে নতুন ক্রিকেটার বের করে আনার লক্ষ্য বুলবুলের
তবে, তিনি এটাও জানিয়েছেন যে, টুর্নামেন্ট শুরুর আগে বেঙ্গালুরুর এনসিএতে অনুষ্ঠিত ব্রঙ্কো ফিটনেস টেস্ট তিনি পাস করেছেন।
শামি বলেন, 'এই মুহূর্তে আমার কোনো আশা নেই (আন্তর্জাতিক দলে ফেরার ব্যাপারে)। যদি আমাকে খেলানো হয়, আমি পারফর্ম করার চেষ্টা করব এবং শতভাগ দেব। খেলাবে কি না, সেটা আমার হাতে নেই। আমি যদি দুলীপ ট্রফি খেলি, পাঁচ দিনের ক্রিকেট খেলি, তবে আমি সব ফরম্যাটের জন্যই প্রস্তুত। আমাকে বেঙ্গালুরুতে ডাকা হয়েছিল, আমি ফিটনেস টেস্ট (ব্রঙ্কো) পাস করেছি, এখন আমি ফেরার জন্য প্রস্তুত।'