দুর্নীতি রুখে আসল ক্রিকেট উপহার দেয়ার প্রতিশ্রুতি আকুর পরামর্শ মার্শালের

৬ দিন আগে
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন দাস, মেহেদী দের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্ম্পরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিনে 'শেয়ার অ্যান্ড কেয়ার' প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্নভিন্ন বিপিএল। আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও দেশের শীর্ষস্থানীয় ঘরোয়া লিগের সর্বশেষ আসরেও কালিমা লেগেছে। পরিস্থিতি এমনই ভয়াবহ যে আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে এনেছে বিসিবি। তাকে দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির দুর্নীতি দমন কমিশন- আকুর পরামর্শক হিসেবে। আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট আকসুতে ৭ বছর চাকরি করা এই ইংলিশ পরামর্শক বিপিএলকে দেখছেন বড় এসাইনমেন্ট হিসেবে।        

 

তিনি বলেন, 'বিশ্বজুড়ে ফ্র্যাঞ্জাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে, আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে না পরিণত হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্জাইজি লিগ বেছে নেয়া- সবকিছুই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এজন্যই আমরা নতুন ইন্টেগ্রেটরি ইউনিট তৈরি করব, বিপিএলকে সুরক্ষিত করতে।  

 

আজ (১৯ আগস্ট) নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসে নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান যুক্তরাজ্যের সাবেক এই পুলিশ কর্মকর্তা।  

 

আরও পড়ুন: জয়ে ফিরল বাংলাদেশ 'এ' দল

 

মার্শাল বলেন, 'এটা (বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক) বেশ ফলপ্রসু বৈঠক ছিল এবং সেখানকার সবাই এটা নিশ্চিত করতে চাচ্ছে যে কিভাবে দর্শকদের আসল ক্রিকেট কিভাবে উপহার দেয়া যায়। আগামী ৩-৪ সপ্তাহে একটা রূপরেখা চূড়ান্ত করে বোর্ডের কাছে উপস্থাপন করব। এরপরে তার বাস্তবায়ন হবে। এটা দীর্ঘমেয়াদে হতে হবে। আমরা খেলোয়াড়দের শিক্ষিত করব, সুরক্ষিত রাখব এবং কেউ এই নিয়ম ভাঙলে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি শাস্তি নিশ্চিত করতে হবে।'    

 

একই দিনে শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে একটি সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক-লিটন-মিরাজরা। ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু দেয়ার আশা ব্যক্ত করেছেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

 

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন