মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর ধর্মসভা পূজা মণ্ডপ পরিদর্শনকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, পূজা মণ্ডপসহ আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে কড়া নিরাপত্তা বলয়। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন র্যাব সদস্যরা।
তিনি আরও বলেন, পূজার সময় ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন তল্লাশি ও সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণে বিশেষ নজরদারি চালানো হবে।
এদিকে, পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটি মণ্ডপে থাকবেন স্বেচ্ছাসেবক, যারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে অচল রাজশাহী বিভাগের ৩ জেলা
রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায় বলেন, ‘এবার আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পাশে আছে।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাস এবং মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাও সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিবছরের মতো এবারও উৎসব ঘিরে রাজশাহীর রাজপথে থাকবে উৎসবের আমেজ।