দুর্গাপূজায় ঋতুপর্ণাকে নিয়ে নিউইয়র্কে বড় চমক দেবেন জায়েদ খান

১ সপ্তাহে আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোকিত স্থান নিউইয়র্কের টাইমস স্কয়ারে বড় চমক দেবেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। সে মঞ্চে প্রথমবারের মতো টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে মঞ্চ মাতাবেন তিনি।

সময় সংবাদকে এ খবর নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান নিজেই। টাইমস স্কয়ার দুর্গাপূজা উৎসব কমিটির ফেসবুক পেজে নতুন অনুষ্ঠানের বিস্তারিত তথ্য রয়েছে।

 

জানা যায়, বেঙ্গলি ক্লাব ইউএসএ টাইমস স্কয়ারে আয়োজন করছে শারদীয় পূজা উৎসব। চার দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে ১ অক্টোবর থেকে।

 

অনুষ্ঠানের শেষ দিন ৪ অক্টোবর বড় চমক হিসেবে মঞ্চে হাজির থাকবেন জায়েদ ও ঋতুপর্ণা। দুই দেশের এ দুই জনপ্রিয় তারকা শারদীয় শুভেচ্ছা জানাবেন দর্শকদের।

 

অনুষ্ঠান প্রসঙ্গে জায়েদ খান বলেন,

প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করবো। তাও আবার সেটি টাইমস স্কয়ারের মতো ভেন্যুতে। আমি যতদূর জেনেছি, যুক্তরাষ্ট্রে এটাই বাঙ্গালিদের সবচেয়ে বড় পূজার আসর।

 

তিনি আরও বলেন,

প্রথমবার ঋতুপর্ণার সঙ্গে স্টেজ শেয়ার করবো। এটাও একটা ভালো লাগার বিষয়। সব মিলিয়ে বিষয়টি আমার জন্য দারুণ অভিজ্ঞতা ও আনন্দের হবে বলে মনে হচ্ছে।

 

আরও পড়ুন: চলচ্চিত্রকর্মী খোরশেদ আলমের পাশে চিত্রনায়ক মুন্না খান

 

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর উত্তর আমেরিকার টাইম স্কয়ারে প্রথমবারের মত জায়েদ খান ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুর্গাপূজার মঞ্চে একসাথে হাজির হবেন। ওইদিন দুই বাংলার জনপ্রিয় সব গানের সঙ্গে পারফর্ম করে দর্শক মাতাবেন দুই দেশের এ দুই সুপারস্টার।

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল হলেন শাকিব খান

]]>
সম্পূর্ণ পড়ুন