দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিয়ে বন্ধ

৩ সপ্তাহ আগে
বাড়িতে বিয়ের আয়োজন শেষ। অপেক্ষা শুধু বরযাত্রীর। কিন্তু এর মাঝেই খবর এলো কনের বয়স ১৮ হয়নি। সময় মতো তথ্য পেয়ে ইউএনওর হস্তক্ষেপ করায় বন্ধ হয়ে গেল দুইটি বাল্যবিয়ে। এ ঘটনা নেত্রকোনা জেলার দুর্গাপুরের।

বুধবার (১১ জুন) দুপুরের দিকে চন্ডিগড় ইউনিয়নের বনগাঁও এবং নাগেরগাতি গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।


দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর বাল্যবিয়ে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কনেদের পরিবারের সদস্যদের ‘১৮ না হওয়া পর্যন্ত’ বিয়ে না দেয়ার নির্দেশ দেন।
এ সময় বনগাঁও গ্রামের কনের বাবা তাজ উদ্দিনকে মুচলেকাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে নাগেরগাতি গ্রামের কনের মা শিরিনা খাতুনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

আরও পড়ুন: কুমিল্লায় মাদক ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

জন্মনিবন্ধনের তথ্যে জানা যায়, নাগেরগাতি গ্রামের হাবিবুর রহমানের মেয়ের বয়স ১৬ বছরের কাছাকাছি।
অপরদিকে বনগাঁও গ্রামের তাজ উদ্দিনের মেয়ের বয়স মাত্র ১৭ বছর।

বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউএনও।
 

]]>
সম্পূর্ণ পড়ুন