দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে বিজিবি

১ সপ্তাহে আগে
খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। এ সময় অবৈধ পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকাসহ খাগড়াছড়ি সদর উপজেলার ৩০০ হতদরিদ্র ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।


বিজিবির জন সংযোগ শাখা থেকে জানা যায়, খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের সভাপতিত্বে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী ডাইনচন্দ্রবাড়ী এলাকার শেফালীর দোকানের মোড় এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: শীতার্তকে বস্ত্রদানে জান্নাতে সবুজ পোশাকের সুসংবাদ


সভায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক (৩২ বিজিবি) লে. কর্নেল কামরান কবির উদ্দিন সবাইকে অবৈধ পুশইনের বিষয়ে সচেতন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানান। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য সবাইকে উৎসাহ দেন।


সবশেষে দুর্গম এলাকাটির শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ শেষে ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার।

]]>
সম্পূর্ণ পড়ুন