দুবার বিশ্বকাপ উপহার দিতে পেরেছি, এরচেয়ে বড় প্রাপ্তির কিছু নেই: রাসেল

৩ সপ্তাহ আগে
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রে রাসেল। জ্যামাইকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচশেষে আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। কিংস্টনে তাকে দেওয়া হয় জমকালো সংবর্ধনা। বিদায় বেলায় ভক্ত, সতীর্থদের অভ্যর্থনা ও নিজ শহরের মানুষের ভালোবাসায় সিক্ত হন দুইবারের বিশ্বকাপজয়ী তারকা। বোর্ড বা কারো প্রতি কোনো অভিযোগ নয় বরং বিদায় নেয়ার জন্য এটাই সঠিক সময় ছিল বলে জানান রাসেল।

কিংসটনের স্যাবাইনা পার্কের আকাশটা আজ বিষাদের কালো ছায়ায় ঢাকা। ২৮ বল বাকি রেখেই ক্যামেরন গ্রিন ও জস ইংলিস জুটি অস্ট্রেলিয়াকে উপহার দিয়েছেন ৮ উইকেটের দাপুটে জয়। তবে, ম্যাচের ফলাফল ছাপিয়ে এদিন ক্যামেরার সব আলো একাই কেড়ে নিলেন আন্দ্রে রাসেল। এই জ্যামাইকাতেই জন্ম তার। আগেই ঘোষণা দিয়েছিলেন ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই তুলে রাখবেন ওয়েস্ট ইন্ডিজের জার্সি।

 

গ্যালারি জুড়ে এদিন সমর্থকরা ভালোবাসার ডালি নিয়ে হাজির হয়েছিলেন রাসেলকে বিদায় জানাতে। ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে তাদের কাছে ছুটে যান রাসেল। সেলফি শিকারিদের আবদার মেটান একের পর এক। কোনো ক্লান্তি নেই চোখেমুখে। আজ যেন হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিতে চান সমর্থকদের। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররাও ছুটে এলেন। বিদায়বেলায় অভিনন্দনও আগামীর জন্য শুভকামনা জানালেরন রাসেলকে।

 

২০১৯ সালের পর থেকে শুধু ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলে খেলেছেন আন্দ্রে রাসেল। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার সাদা পোশাকে। তবে, মাত্র একটি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ওয়ানডে খেলেছেন ৫৬টি। ১ হাজার ৩৪ রানের পাশাপাশি ৭০টি উইকেট নিয়েছেন এই ফরম্যাটে। টি-২০ ম্যাচ খেলেছেন ৮৫টি। ১০৮৬ রানের পাশাপাশি ৬১টি উইকেট আছে তার সংক্ষিপ্ত সংস্করণে।

 

আরও পড়ুন: পাকিস্তানকে আবারও একটা শিক্ষা দিল বাংলাদেশ: রমিজ রাজা

 

২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আন্দ্রে রাসেল। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতে বসবে আরও একটি টি২০ বিশ্বকাপের। তবে, সাত মাস আগেই বিদায় বলে দিলেন রাসেল। মাত্র কদিন আগেই অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস পুরান। এবার তার পথ ধরলেন আন্দ্রে রাসেল। অনেকেই একের পর এক তারার পতনের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে দায়ী করলেও, সে পথে হাঁটলেন না রাসেল। জানালেন কারো প্রতি কোনো ক্ষোভ নেই। বরং ভালোবসা নিয়েই জাতীয় দলের অধ্যায় শেষ করতে পেরে কৃতজ্ঞ তিনি।

 

রাসেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সেরা অর্জনের একটি। আমি নতুন প্রজন্মের জন্য আদর্শ কিছু রেখে যেতে চেয়েছি। সম্মানের সঙ্গে বিদায় নিতে পেরেছি। এটাই আমার প্রাপ্তি। দলকে দুবার বিশ্বকাপ ক্রিকেটের মর্যাদার শিরোপা উপহার দিতে পেরেছি। এরচেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। বিদায়বেলায় সতীর্থ, বোর্ড ও আমার পরিবারকে ধন্যবাদ। দীর্ঘ পথচলায় তারা আমাকে সমর্থন যুগিয়েছেন।’

 

আরও পড়ুন: বোলারদের র‌্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন মোস্তাফিজ

 

ক্যারিয়ারের শেষ ম্যাচে ১৫ বলে ৩৬ রান করেও বল হাতে আলো ছড়াতে পারেননি রাসেল। ক্যারিবীয় ক্রিকেট থেকে খসে পড়ল আরও এক তারা। অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্রিকেটাররা ঝুকছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে। সাবেক ক্রিকেটাররা একের পর এক সতর্কবার্তা দিলেও টনক নড়েনি বোর্ডের।

]]>
সম্পূর্ণ পড়ুন