সংযুক্ত আরব আমিরাতে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ২৫তম দুবাই ওপেন দাবা প্রতিযোগিতায় ‘বি’ ক্যাটাগরিতে ষষ্ঠস্থান অর্জন করেছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন। এই স্থান পেয়ে সাজিদ এক হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন। এছাড়া ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৬ পয়েন্ট পেয়ে ১৫তম, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৫ পয়েন্ট... বিস্তারিত