দুবাইতে রেসার অভিক আনোয়ারের বাজিমাত

৩ সপ্তাহ আগে
দারুণ অর্জনে বছর শেষ করলেন দেশসেরা কার রেসার অভিক আনোয়ার। বিশ্বের সবচেয়ে পুরোনো ‘ট্যুরিং কার’ রেসে প্রথমবারের মতো অংশ নিয়েই করলেন বাজিমাত। দুবাইয়ের অটোড্রোমে দুই রেইসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছেন পোডিয়াম ফিনিশ। দেশকে পদক এনে দিতে পেরে গর্বিত অভিক।

গতির সঙ্গে তার সখ্যতা অনেক পুরনো। রেসিং ট্র্যাকে প্রতিনিয়ত ঝড় তোলেন অভিক আনোয়ার। পেশাদার রেসার হিসেবে অংশ নিয়েছেন ১৩০টির বেশি রেইসে। দেশের বাইরে অনেকবারই গর্বের সঙ্গে উচিয়ে ধরেছেন লাল সবুজের পতাকা। এবার বিজয়ের মাসের শুরুতে ট্র্যাকে দুই রেইসে জয় পেলেন দেশসেরা রেসার।

 

এবারের ট্র্যাক ছিল দুবাইয়ের অটোড্রোম। বিশ্বের সবচেয়ে পুরনো ‘ট্যুরিং কার’  রেসে প্রথমবারের মতো অংশ নেন অভিক। আর প্রথম অংশগ্রহণেই করেন বাজিমাত। দুই রেইসে অংশ নিয়ে দুটোতেই পেয়েছেন পোডিয়াম ফিনিশ। যদিও রেইস দুটো সহজ ছিল না। দারুণ এ জয়ের পর নিজের অভিজ্ঞতা জানান অভিক। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

 

আরও পড়ুন: নাটকীয় ড্রয়ে বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে বাংলাদেশ

 

অভিক বলেন, ‘প্রথম বারের মতো বিশ্বের সবচাইতে পুরোনো ‘ট্যুরিং কার’  রেসিং ফরম্যাটে অংশগ্রহণ করে দুটো পদক এনেছি বাংলাদেশের জন্যে। আমার পরিবার সাথে থাকার কারণে পুরুষ্কারের অনুভূতিটা আরও বেশি। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু করব, দোয়া করবেন আমার জন্যে সবাই। যাতে সব বাধা অতিক্রম করে দেশের জন্যে আরও পদক আনতে পারি।’

 

চলতি বছরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের একমাত্র রেসার হিসেবে ফরমুলা ওয়ান ট্র্যাকে অংশ নেয়া অভিক আনোয়ারের। অক্টোবরে অংশ নেন আন্তর্জাতিক রেসিং ওয়ার্ল্ডকাপে। এছাড়া গেল সপ্তাহেও দুবাইয়ে অংশ নিয়েছিলেন গালফ প্রো কার রেসে। যেখানে দ্বিতীয় হয়ে শেষ করেন রেইস। এছাড়া ক্লিও রেইসে ৪র্থ ও ৫ম স্থান অর্জন করেন অভিক।

 

আরও পড়ুন: বাগেরহাটে সংবর্ধনা পেলেন কৃতি খেলোয়াড়রা

 

আপাতত চলতি বছর কোনো রেইস নেই অভিকের। আগামী বছরের জানুয়ারিতে ক্লিও কাপ মিডল ইস্ট ও গালফ প্রো কার মিডল ইস্টে অংশ নেয়ার কথা আছে এই রেসারের।

]]>
সম্পূর্ণ পড়ুন