বৃহস্পতিবার (১০ জুলাই) বনের গহীনে গিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা তাদের আটক করে।
আটক জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে ইউএনওর ভাগ্নে পরিচয়ে প্রতারণা, যুবক আটক
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় বনরক্ষীরা গোপনে সংবাদ পান একদল জেলে বনবিভাগের পাস পারমিট বিহীন বনের ভেতরে ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছেন। সেই খবরের সূত্র ধরে দুবলার মেহেরআলী ও ডিপোরখালে অভিযানে গেলে বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জেলেরা। পরে ধাওয়া দিয়ে ২৭ জন জেলেকে আটক করা হয়। সেইসঙ্গে তিনটি ট্রলার জব্দ করা হয়। এছাড়া জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রীও জব্দ করা হয়।
আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিলেন বলে বনরক্ষীরা জানান। স্মার্ট টিমের সদস্যরা ট্রলার ও আটক জেলেদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় ১১টি অস্ত্রসহ আটক ৫
পূর্ব সুন্দরবন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, দুবলার চরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হবে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা ও প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
]]>