দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত: ড. রীয়াজ

৪ সপ্তাহ আগে
প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, 

তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে যুক্ত না করা এবং রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি না করার পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। তবে,   এসবের গঠন প্রক্রিয়া এবং প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নিয়োগ নিয়ে মতানৈক্য রাজনৈতিক দলগুলোর।

 

অধ্যাপক আলী রীয়াজ বলেন, 

সব বিষয়ে ঐকমত না হলেও আলোচনা অগ্রসর হচ্ছে-এ মাসেই জাতীয় সনদ প্রণয়নে আশাবাদী কমিশন।

 

বৈঠক শেষে প্রশ্নের জবাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, রাজনৈতিক গুরুত্ব থাকলেও সংবিধানে ঘোষণাপত্র যুক্ত করার নজির নেই।

 

আরও পড়ুন: নির্বাচন পরিচালনায় যে ক্ষমতা ফিরে পেতে চায় ইসি

 

মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় বিচার বিভাগকে আলাদা এবং জরুরি অবস্থা জারি হলেও নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে মত জানায় সবদল। তবে গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত তৈরি হয়নি।

 

দীর্ঘ বৈঠক শেষে বিকেল ৫টায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, দিনের আলোচনায় পুরোপুরি ঐকমত প্রতিষ্ঠা না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে এসব বিষয়ের বিস্তারিত সুপারিশ দেয়া হবে।

 

আজকের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির বিষয়ে মত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বেশকিছু দলের।

 

অন্যদিকে, বিএনপি, এবিপার্টিসহ অন্যান্য দল জ্যেষ্ঠ দুই জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মতামত জানায়।

 

এক প্রশ্নের জবাবে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, 

ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। বিএনপি গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। তবে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করলেই হবে না, তার সাংবিধানিক স্বীকৃতি লাগবে।

 

সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে এখন পর্যন্ত মোট ৫৬টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন