দুই সপ্তাহ সময় নিয়ে যুদ্ধের ছক আঁকছেন ডোনাল্ড ট্রাম্প?

২ সপ্তাহ আগে
ইরানে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন কথা দিয়ে কথা রাখেন না তিনি। স্বভাবতই প্রশ্ন উঠেছে: দুই সপ্তাহ সময় নিয়ে যুদ্ধের ছক আঁছেন না তো ডোনাল্ড ট্রাম্প?

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় শান্তির বার্তা দিলেও বিজয়ী হওয়ার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজায় আগ্রাসন–কোথাও সংঘাত অবসানে ভূমিকা রাখেননি ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ইরান-ইসরাইল যুদ্ধেও আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যা বলেন তা করেন না। এ ছাড়া ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর তিনি তেহরান সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তা-ও পরস্পর বিরোধী।


সম্প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শিগগিরই শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা, যুক্তরাষ্ট্রের জন্য ইসরাইলের সঙ্গে যুদ্ধে যোগদানের পাশাপাশি একটি সম্ভাব্য বিকল্প হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (১৯ মে) হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামলায় ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে তা সিদ্ধান্ত নেবেন।
 

আরও পড়ুন: ইরানের মিসাইল হামলার ভয়ংকর ভিডিও প্রকাশ


এর পরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা: ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি নতুন করে যুদ্ধের ময়দান তৈরি করছেন।


এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতেও ট্রাম্প শান্তির বার্তা দেন। সময় নেন। মস্কোর সঙ্গে সমঝোতার কথাও বলেন, কিন্তু পরে জানা যায় সেই সময়ে গোপনে ইউক্রেনে ২০টি সিআইএ-র ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র।
 

তাই গুঞ্জন চলছে– এবারও কি সেই চেনা পদ্ধতি অনুসরণ করছেন ট্রাম্প?

]]>
সম্পূর্ণ পড়ুন