বায়ার্নকে বিদায় জানানোর খবর জানিয়ে মুলার জানান, ‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা।’
আরও পড়ুন: রোনালদোর জোড়া গোলে আল-হিলালকে হারালো আল-নাসর
২০০০ সাল থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে আছেন টমাস মুলার। পেশাদার ফুটবলে মাত্র দুটি জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। একটি জার্মানি এবং আরেকটি বায়ার্ন মিউনিখের। অন্যদিকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়ার রেকর্ডটাও টমাস মুলারের।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন গত বছর। এবার বায়ার্নকেও বিদায় জানানোর পথে। ৩৫ বছর বয়সী মুলার জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে চলেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা
২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-০৯ মৌসুমে। গত ১৭ বছরে ক্লাবটির যত অর্জন, সবকিছুর সঙ্গেই ছিলেন মুলার। এই সময়ের মধ্যে বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন তিনি।
বায়ার্নের হয়ে ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি উয়েফা সুপার কাপ ও ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন টমাস মুলার।
]]>