বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান। নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারী গ্রামের বাসিন্দা তারা। অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীর পাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট।
সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেয়ার খবর প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেয়া হলে জায়গীর পাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। এলাকাবাসী জানান, এলাকার সব ধর্ম, শ্রেণিপেশার মানুষ একে অপরকে চিনলেও এই পরিবারটিকে কেউ চিনে না।
আরও পড়ুন: একজনের এনআইডি ব্যবহার করে পাসপোর্ট নিলো আরেকজন
উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি জানার পর ওই দুই ভারতীয় নাগরিক কীভাবে বাংলাদেশি জন্ম সনদ ও ভোটার কার্ড করলো, তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস।
পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন অফিস অভিযুক্তদের এনআইডি আপাতত স্থগিত করে রেখেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ-জামান বলেন, অভিযোগটি তদন্তাধীন হওয়ায় এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। আপাতত এনআইডি দুইটি ব্লক করে রাখা হয়েছে।
ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর।
]]>