দুই বাসের পাল্লা, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে প্রাণ গেল হেলপারের

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডিভাইডারে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে প্রাণ গেল হেলপারের। এ ঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) বিকেলে দিকে উপজেলার ভান্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী ভিআইপি পরিবহনের একটি বাস মহাসড়কে আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজকের উপর উঠে যায় এবং পরে বাসটি উল্টে যায়। এ সময় গাড়ির হেলপার ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন অন্তত আরও ৫ যাত্রী। এ ঘটনায় মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।


ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ভরাডোবা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: নরসিংদীতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কিশোরী নিহত


ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসের হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন