বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ এক আদেশে পুনর্বহাল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে দলীয় নীতি-আদর্শ বিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. নুরুল হক সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষ, শোক বইয়ে স্বাক্ষর
এদিকে, মো. নূরুল হক সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে ছেংগারচর পৌরসভা ও মতলব উত্তর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে ।
জেলা যুবদলের সহশ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, ‘দলের কঠিন সময়ে মো. নুরুল হক সরকার ভাই সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তার ফিরে আসায় দলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছে।’
পুনর্বহাল হওয়া বিএনপি নেতা মো. নুরুল হক সরকার সময় সংবাদকে বলেন, ‘আমি সব সময় বিএনপির আদর্শে অবিচল ছিলাম, আছি এবং থাকব। আমাকে যে আস্থা ও সম্মান দেওয়া হয়েছে এর জন্য কেন্দ্রীয় নেতৃত্বসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সুদিন ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে আরো শক্তিশালীভাবে মাঠে থাকব।’
উল্লেখ্য, বিগত ২০২৩ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্থী হন বিএনপির প্রভাবশালী নেতা মো. নূরুল হক। যেকারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবনের জন্য তাকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় বিএনপি।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·