বেঁচে থাকতে তার শরীরে উল্কি আঁকার জন্য বিতর্ক তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, উল্কির সূচ থেকে নাকি ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ক্যানসারের জেরেই তার মৃত্যু হয়।
‘কাঁটা লগা’ গান জনপ্রিয় হওয়ার পরে শেফালির নামে এই খবর রটে গিয়েছিল ভারতে। বেঁচে থেকেই নিজের মৃত্যুর খবর শোনার পর কি প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর? গত বছর এক পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফেরার পথে শেফালির সঙ্গে দেখা হয় তার প্রাক্তন স্বামীর
২০০৩ সালে মৃত্যুর খবর যখন রটেছিল, তখন জনপ্রিয়তার শিখরে শেফালি। ফলে তার কাছে একটার পর একটা আসছিল সেই সময়ে। শেফালি নিজেই বলেছেন, “মৃত্যুর খবর জাতীয় খবরে পরিণত হয়েছিল। সংবাদমাধ্যম থেকে একের পর এক ফোন আসছিল। তখন অনুরাগীদের উন্মাদনা অন্য মাত্রায় দেখা যেত। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ল্যান্ড লাইনে ফোন করে সবাই জানতে চাইত, বেঁচে আছি কি না। এই বিষয়টা সত্যিই খুব মজার ছিল!”
মৃত্যুর ভুয়া খবর যে ২০২৫ সালে সত্যি হয়ে যাবে তা কল্পনাও করেননি শেফালি। গত ২৭ জুন রাতে হঠাৎ নিজ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালি। তিনি গুজরাতের সরদার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি।
আরও পড়ুন: শেফালির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের
বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও আকশে কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি।
]]>