দুই দিনের রিমান্ডে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর

২ সপ্তাহ আগে
গাইবান্ধা-০২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে, অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে।

 

শুনানি শেষে বিচারক মো. জাহাঙ্গীর আলম জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া পুলিশি প্রহরায় জেলা কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

 

আরও পড়ুন: গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই ও ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি অফিস ও যুবদল অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুটি পৃথক মামলা হয় গাইবান্ধা থানায়। ওই মামলায় সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে প্রধান আসামি করা হয়।

 

মামলার ভিত্তিতে চলতি বছরের ১৫ এপ্রিল ভোরে দিনাজপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন