বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা। তবে নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে তিনি স্ব-পরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিডিআরের অবসরপ্রাপ্ত সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারযোগে পূর্বপাড়ের বন্দর বাজারে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বরিশালে ছাত্রশিবিরের নবীনবরণে ছাত্রদলের হামলার অভিযোগ
এসময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে মান্নান বেপারীসহ কয়েকজন যাত্রী আহত হন।
গুরুতর আহত মান্নান বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও বলেছেন, এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ১৫ জন আহত
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।