মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পর গণনা শেষে একে একে কেন্দ্রগুলোর ফল নিয়ে হাজির হচ্ছেন নির্বাচন কমিশন।
সুফিয়া কামাল হল ও অমর একুশে হলের কেন্দ্রীয় সংসদের প্রাপ্ত ফলাফলে জিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি সুফিয়া কামালে ৯৬৪ আর অমর একুশে হলে ৪৬৬ ভোট পেয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে তার মোট ভোট ১৪৩০।
আরও পড়ুন: দুই কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম
বাম সমর্থিত প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন ৫৯৩ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫৮৪। এছাড়া বৈষম্যবিরোধী প্যানেলের মোঃ আবু বাকের মজুমদার পেয়েছেন ৪০২ ভোট।
এদিকে ফজলুল হক মুসলিম হলেও এগিয়ে আছেন ফরহাদ। ওই কেন্দ্রে তিনি ৫৮৯ ভোট পেয়েছেন। আর আবু বাকের ৩৪১, হামিম ২২৮ আর মেঘমল্লার ৯৯ ভোট পেয়েছেন।