দুই ইনিংসেই সেঞ্চুরির জুটি মুশফিক-শান্ত’র, বাংলাদেশের ইতিহাসে যা প্রথম

২ সপ্তাহ আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করেছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্টে দ্বিতীয়বার জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ১৫তম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত। তবে তার এই কীর্তিতে চাপা পড়ে গেছে আরেকটি জোড়া সেঞ্চুরি।

গল টেস্টে একমাত্র নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে শতক হাঁকিয়েছেন। তবে আরেকটি জোড়া সেঞ্চুরির কথা আসলো কোথা থেকে! এমন প্রশ্ন তো আসতেই পারে। তবে এই টেস্টে দ্বিতীয় আরেকটি জোড়া সেঞ্চুরি আছে, সেটি এসেছে জুটিতে। আর জুটির সেই জোড়া সেঞ্চুরি এবারই প্রথম দেখলো বাংলাদেশ।  

 

এই কীর্তিতেও আছে নাজমুল হোসেন শান্ত’র নাম। দুই ইনিংসেই মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে সেঞ্চুরি জুটি গড়েছেন নাজমুল। প্রথম ইনিংসে তারা গড়েন ২৬৪ রানের জুটি, এবং দ্বিতীয় ইনিংসে গড়েন ১০৯ রানের জুটি। আর তাতেই হয়ে যায় ইতিহাস। 

 

আরও পড়ুন: এক বছরের মধ্যে রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আশ্বাস বিসিবির

 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরি জুটি আছে মোট ১০৬টি। এক ম্যাচে সর্বোচ্চ তিনটি শতরানের জুটিও আছে বাংলাদেশের, তাও একাধিকবার। মুশফিক-শান্ত’র দুটি, আর প্রথম ইনিংসে মুশফিক-লিটনের। সব মিলিয়ে ৬টি টেস্টে বাংলাদেশের ৩টি করে শতরানের জুটি আছে। কিন্তু মুশফিক-শান্ত’র মতো এক ম্যাচে আগে কখনো দুবার শতরানের জুটি করতে পারেননি কেউ। 

 

টেস্ট ইতিহাসে ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরির ঘটনা আছে ৯৬টি। কিন্তু জুটিতে জোড়া সেঞ্চুরি আছে ৫১টি। ১৯২৪ সালে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন সর্বকালের অন্যতম সেরা উদ্বোধনী জুটি জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের জুটি গড়েছিলেন তারা। দ্বিতীয় ইনিংসে ১১০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। 

 

আরও পড়ুন: টেস্টের রজতজয়ন্তীতে রাজশাহীতে বর্ণিল আয়োজন

 

ইতিহাসে মাত্র দুটি জুটি আছে, যারা দুবার জুটিতে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন। প্রথম জুটিটি লেন হাটন ও সিরিল ওয়াশব্রুকের। ১৯৪৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি জুটি গড়েন। এরপর ১৯৪৮ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এমন কীর্তি গড়েন এই দুই ব্যাটার। 

 

দ্বিতীয় জুটিটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসের। ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন ভিলিয়ার্স-ক্যালিস। তার দুই বছর পর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর পুনরাবৃত্তি করেন তারা দুজনে।

]]>
সম্পূর্ণ পড়ুন