দুঃসময়ের বৃত্ত ভাঙতে রাতে মাঠে নামছে রোনালদোর আল নাসর

১ মাস আগে
দুঃসময়ের বৃত্ত ভাঙতে ২৪তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। প্রতিপক্ষ টেবিলের ছয়ে থাকা আল শাবাব।

আল-আউয়াল পার্কে ম্যাচ শুরু শুক্রবার (৭ মার্চ) রাত ১টায়।

 

সবধরনের প্রতিযোগিতা মিলে টানা পাঁচ ম্যাচে মোটে এক জয় নাসরের। কিছুটা ফর্মের কাটতি, সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে নাসরের গোলের ৪২ শতাংশই করেছেন যিনি। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে ক্রিস্টিয়ানোকে বিশ্রামে রেখেছিল কোচ স্তেফানো পিউলি। যদিও এ ম্যাচে একাদশে ফিরছেন সিআরসেভেন।

 

আরও পড়ুন: টানা দুই ম্যাচে মেসি কেন খেলেননি

 

৪-৪-২ ফর্মেশনে দলকে খেলাতে পারেন কোচ। লিগে স্বস্তিতে নেই নাসর। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা আছে চার নম্বরে। মিরাকল কিছু না হলে প্রো-লিগ জয়ের সম্ভবনা নেই বললেই চলে। তাই নাসরের এখন প্রধান লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমে জায়গা করে নেয়া।

 

অন্যদিকে সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে আল-শাবাব। লিগে সবশেষ ৫ ম্যাচে যারা হেরেছে মোটে একটিতে। চলতি মৌসুমে জায়ান্ট কিলারের তকমা পাওয়া শাবাব, নাসরকেও চায় হারের স্বাদ দিতে।

 

আরও পড়ুন: ফিফা ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১ বিলিয়ন ডলার
 

]]>
সম্পূর্ণ পড়ুন