তিনি মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে নরসিংদী পলাশে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার বিজয় র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন।
এ সময় মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ বুঝতে পারেনি যে অন্যায় চিরদিন টিকে থাকতে পারে না। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। কিন্তু অর্বাচিনের দল বাংলাদেশের ইতিহাস জানেনা, এই বঙ্গভূমি স্বাধীনচেতা মানুষ। তারা কোনদিন অন্যায় স্বীকার করেনা। বিজয়ের এক বছর পূর্তিতে আমাদের সামনে কঠিন দায়িত্ব রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা রেখেছে, তাদেরও উচিৎ জনগণের উপর আস্থা রাখা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনেরও দাবি জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়: ড. মঈন খান
পলাশ উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে ছাত্র-জনতার বিজয় র্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচদোনার মোমেন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।