দীপাবলি উৎসবে মাতল সনাতন ধর্মাবলম্বীরা

২ সপ্তাহ আগে
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্রীশ্রী শ্যামা বা কালীপূজা আজ। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হয়েছে আলোর উৎসব।

হিন্দু পুরাণমতে, কালীপূজা হচ্ছে শক্তির পূজা। অশুভ শক্তিকে ধ্বংস করে জগতে শুভ শক্তির বিজয় কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উদ্যাপিত হয় শ্যামাপূজা।

 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারি সারি প্রদীপ প্রজ্বলন ও দেবী আরাধনায় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে ঘরবাড়ি ও মণ্ডপ-অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা।

 

আরও পড়ুন: কেন উদ্‌যাপিত হয় আলোর উৎসব দীপাবলি?

 

সন্ধ্যার পর থেকে একশ আটটি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় দীপাবলির আনুষ্ঠানিকতা। এ সময় পূর্বসূরিদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু শাস্ত্রমতে, কালী দেবী দুর্গারই আরেক রূপ বা শক্তি।

 

দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী ও দেবী মহামায়া নামেও পরিচিত।

]]>
সম্পূর্ণ পড়ুন