দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

৪ সপ্তাহ আগে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টানা বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। একই সঙ্গে স্টিলব্রিজ এলাকা তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ছোট মেরুং বাজার, সোবহানপুর ও চিটাগাং পাড়াসহ আশপাশের একাধিক গ্রাম এখন পানির নিচে রয়েছে।


জানা গেছে, নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টির পানিতে দীঘিনালা-লংগদু সড়কের স্টিলব্রিজ এলাকা তলিয়ে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার পানিবন্দি ২৩টি পরিবার আপাতত ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।


স্থানীয়রা জানায়, আকস্মিক এ বন্যায় অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা দেয়া হলেও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আরও পড়ুন: মোংলায় ভারি বর্ষণে ঘরবাড়ি-ঘের পানির নিচে, জনজীবন বিপর্যস্ত


এদিকে, দীঘিনালা উপজেলা প্রশাসন আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছে।


দীঘিনালার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, ‘আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবারের পাশাপাশি শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। শিশু ও বয়স্কদের জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পরিস্থিতির অবনতি হলে আরও উন্নত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন