দিয়ালোর হ্যাটট্রিকে জয় পেল ম্যানইউ

২ সপ্তাহ আগে
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো সাউদাম্পটনের কাছে গোল হজম করে হারের দিকেই এগোচ্ছিল আমোরিমের দল। তবে শেষ ১২ মিনিটে আমাদ দিয়ালো ম্যাজিকে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদ দিয়ালো হ্যাটট্রিক করেন ইউনাইটেডের হয়ে।


শুরুতেই এগিয়ে যেতে পারল সাউদাম্পটন। তবে ইউনাইটেডের গোলরক্ষক ওনানা ডাবল সেভ করে দলকে বাঁচান। ম্যাচের ৪২তম মিনিটে আত্মঘাতী গোল করেন ইউনাইটেডের মিডফিল্ডার উগার্তে। যদিও উরুগুয়ের এই মিডফিল্ডারের কিছু করার ছিল না। দ্বিতীয় হাফেও গোলের সুযোগ পেয়েছিল দুই দল। তবে কাজে লাগাতে পারেনি।


আরও পড়ুন: টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে আর্সেনাল 


তবে ম্যাচের আসল মোড় ছিল শেষ দশ মিনিটে। ৮২তম মিনিটে গোল করে ইউনাইটেডকে প্রথমে সমতায় ফেরান দিয়ালো। ৯০তম মিনিটে এরিকসেনের দুর্দান্ত পাস পেয়ে টোকা দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন আইভরি কোস্টের এই তারকা। আর নির্ধারিত সময়ের দ্বিতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দিয়ালো।


২১ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। আর মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে তলানিতে সাউদাম্পটন।  

]]>
সম্পূর্ণ পড়ুন