আজ শনিবার (১৭ জানুয়ারি) তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপরই ঢাকার অবস্থান। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির স্কোর ৩৯৪। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর কলকাতার ২১৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আর দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৭৮। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
এদিকে একই সময়ে চীনের চারটি শহর দূষিত শহরের তালিকায় প্রথম দিকে রয়েছে। ১৯৬ স্কোর নিয়ে চীনের চেংডুর অবস্থান চতুর্থ, ১৯২ স্কোর নিয়ে দেশটির চংচিং শহরের অবস্থান পঞ্চম, ১৮৯ স্কোর নিয়ে চীনের আরেকটি শহর উহানের অবস্থান ষষ্ঠ আর সপ্তম অবস্থানে থাকা দেশটির শহর হাংজুর স্কোর ১৮৬। শহরগুলোর বায়ুমানের স্কোরই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এছাড়া ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে ইথোপিয়ার আদ্দিস আবাবা, ১৭৪ স্কোর নিয়ে নবম অবস্থানে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কংগোর কিনশাসা, একই স্কোর নিয়ে দশম অবস্থানে ভিয়েতনামের হেনোয়।
আরও পড়ুন: ৮ ডিগ্রিতে তাপমাত্রা, নতুন বার্তা দিলো আবহাওয়া দফতর
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
]]>
৫ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·