দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে ১ ওভার বাকি থাকতে ১৯৩ রানে অলআউট হয়ে যায় দিল্লির ব্যাটাররা।
শেষ ১২ বলে দিল্লির প্রয়োজন ছিল ২৩ রান। ১৯তম ওভারে হয় নানা ঘটনা। জসপ্রিত বুমরাহর সেই ওভারে টানা তিন বলে তিন উইকেট হারায় দিল্লি। তিনটিই রানআউট হয়েছে। ওভারের চতুর্থ বলে আশুতোষ শর্মা ১ রান নেয়ার পর দ্বিতীয় রান নিতে গিয়েই রানআউট হয়ে যান। এরপর কুলদিপ যাদবও একই কাণ্ড করলেন। দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হলেন।
আরও পড়ুন: রাজস্থানকে উড়িয়ে পয়েন্ট টেবিলের তিনে বেঙ্গালুরু
ওভারের শেষ বলে বুমরাহকে মোকাবেলা করেন মোহিত শর্মা। এবার আর দ্বিতীয় রান নিতে গিয়ে নয়, প্রথম রান নিতে গিয়েছিলেন তিনি; কিন্তু মিচেল স্যান্টনারের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি।
এর আগে তিলক বর্মার ৫৯ এবং রায়ান রিকেল্টনের ৪১ রানের উপর ভর করে ২০৫ রানের পুই পায় মুম্বাই। এছাড়াও, সূর্যকুমার যাদব ২৮ বলে করেছেন ৪০ রান। দিল্লির হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন কুলদিপ ও নিগাম।
এনিয়ে এবারের আইপিএলে মাত্র দ্বিতীয় জয়ের দেখা পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। আর পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের দেখা পেলো দিল্লি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন দিল্লি। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে গুজরাট টাইটান্স। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।