সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ২৪ আসনে এগিয়ে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের। শুরুর দিকে দলটি একটি আসনে এগিয়ে থাকলেও এখন তারা কোনো আসনেই এগিয়ে নেই।
দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে মনে হচ্ছে, বিজেপি দিল্লি দখলের পথে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য ভোট গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করত হবে।
আরও পড়ুন: দিল্লি নির্বাচনের বুথফেরত জরিপে ফল প্রকাশ শুরু, এগিয়ে আছে কে?
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এগিয়ে ছিল বিজেপি। বেশ কয়েকটি বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে ৭০ আসনের বিধানসভায় ৪১টি আসনে জয়ী হতে পারে বিজেপি। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে ২৮টি আসন। আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে মাত্র ১টি আসন।
দিল্লির সবশেষ দুই বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় সাড়ে ৫৩ শতাংশ ভোট পেয়ে জিতেছিল ৬২টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। কংগ্রেসকে ফিরতে হয়েছিল খালি হাতে।
]]>