শুক্রবার (১৩ জুন) রাত ১১টায় উপজেলা আলিহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক আলিহাট গ্রামের আলহাজ্ব মফিজ মন্ডলের ছেলে আজিজার রহমান (৩৫)।
আরও পড়ুন: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পায় আলীহাট ইউনিয়নের (আলীহাট গ্রামে) শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটকিয়ে রেখেছে এলাকাবাসী এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুটির পরিবারে লোকজন জানায়, শিশুটি দুপুরের দিকে বাড়ির পাশে খেলছিল এই সময় প্রতিবেশী চাচা আজিজার রহমান আম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার করলে শিশুটিকে ভয় দেখিয়ে ছেড়ে দিলে শিশুটি পরে তার মাকে জানালে পরে গোটা গ্রামের লোক জানাজানি হলে গ্রামের লোকজন ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।
]]>