বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী মাস্টারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুলাল হোসেন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. লতিফুল ইসলাম জানান, সকালে বাজারে যাওয়ার পথে এক ভ্যানচালকের সামনে একটি শিশুকে কাঁদতে দেখে থামেন। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, মাদ্রাসায় যাওয়ার পথে এক ব্যক্তি তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে। সে চিৎকার করলে ওই ব্যক্তি ভুট্টার খেতে পালিয়ে যায়। শিশুর বর্ণনা অনুযায়ী খোঁজ করতে গিয়ে স্থানীয়রা দুলাল হোসেনকে ভুট্টার খেত থেকে ধরে ফেলে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
এরপর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধর ও জুতার মালা পরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুলাল হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিহাব উদ্দীন জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।