দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে এ ঘটনা ঘটেছে।


জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের ছেলে। 


নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিবাসর চলাকালে মন্দিরে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন রায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ওলামা দল নেতার

বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন