মৃত শিশুরা হলো: উপজেলার হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের ওই পুকুর গোসল করতে নামে মিম ও আছিয়া। এক পর্যায়ে পানিতে ডুবে যায় তারা।
আরও পড়ুন: কুতুবদিয়ায় এক ঘণ্টায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুর থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থানীয় একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হেসেন ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।