দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

৩ সপ্তাহ আগে
দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে মো. মিরাজ হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণের পশ্চিম পাশের আত্রাই শাখা নদীতে এ ঘটনা ঘটে।

 

মো. মিরাজ হোসেন বীরগঞ্জ পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়ার নাঈম ইসলামের ছেলে এবং সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

 

নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. ওবাইদুল ইসলাম জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ এলাকায় নানীর বাড়িতে বেড়াতে আসে মো. মিরাজ হোসেন। বুধবার আনুমানিক সকাল ১১টায় বাড়ির পাশের নদীতে ৪ জনকে সঙ্গে নিয়ে গোসল করতে নামে সে। গোসলের এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় মিরাজ হোসেন। 

 

বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যান্য ছেলেরা তাৎক্ষণিক ভাবে পরিবারকে জানায়। পরিবারের লোকজন এবং এলাকাবাসী এসে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার অভিযানের এক পর্যায়ে বিকেল ৩টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে মো. মিরাজ হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন