শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনকে গ্রেফতারের পরেই দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চণ্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।
আরও পড়ুন: হিলিতে চিকিৎসককে মারধর করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামিরা ডা. মশিউর রহমানকে মারধর করে। এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১, তারিখ-০১/০৮/২০২৫ইং। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটকৃকতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।