মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এক লাখ দুই হাজার ৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ এক হাজার ১৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় ঠাকুরগাঁও চারজন ও গাইবান্ধায় দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় অসদুপায়, আমতলীতে ৯ পরীক্ষার্থী বহিষ্কার
এ ছাড়া পরীক্ষায় এক হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল এক দশমিক ৭১ শতাংশ।
দিনাজপুর বোর্ডের অধীন আট জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে- রংপুরে ২৫৬ জন, গাইবান্ধায় ২৩৭, নীলফামারীতে ১৮৯, কুড়িগ্রামে ২৯৮, লালমনিরহাটে ১৪৭, দিনাজপুরে ৩৩৯, ঠাকুরগাঁয়ে ১৫০ ও পঞ্চগড় জেলায় ১৪১ জন।
এ ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।