১৯৪৭ সালের ২৫ জুন নেদারল্যান্ডসে ‘আনা ফ্রাঙ্কের ডায়েরি’ প্রথম প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় অধ্যায়ের অনেক বড় একজন সাক্ষী আনা ফ্রাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনিশ্চিত দিনগুলোর কথা ডায়েরিতে লিখেছিল নিয়মিতভাবে। তখনকার ভয়াবহ দিনগুলো এই কিশোরীর কলমের আঁচড়ে ডায়েরির পাতায় ফুটে উঠেছে। ফুটে উঠেছে আনা ফ্রাঙ্কের জীবনের করুণ পরিণতি। দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা একে একে বইটি পাঠ করেন এবং শেষে আলোচনা করেন।