দায়িত্ব গ্রহণের চার মাস পর ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

১ সপ্তাহে আগে
চার মাসের মাথায় ক্ষমতাচ্যূত হলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী গম্বুজাভ জানদানসাতার। আজ শুক্রবার (১৭ অক্টোবর) পার্লামেন্টে আস্থা ভোট হেরে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি। খবর আল জাজিরার।

জানদানসাতার ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েকদিনের গণবিক্ষোভের পর এ আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পার্লামেন্টের ১২৬ এমপির মধ্যে ১১১ জন ভোট দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী জানদানসাতারের ক্ষমতাচ্যুতির পক্ষে ভোট পড়ে ৭১টি।

 

রাশিয়ায় পড়াশুনা করা অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার জানদানসাতার পররাষ্ট্রমন্ত্রী ও সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এখন থেকে চার মাস আগে ৫৫ বছর বয়সি এই রাজনীতিককে প্রধানমন্ত্রী নির্বাচিত করে মঙ্গোলিয়ার এমপিরা।

 

তৎকালীন প্রধানমন্ত্রী লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনের পর ক্ষমতায় আসেন জানদানসাতার। লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহে বিক্ষোভের মুখে গত জুন মাসে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।

 

আরও পড়ুন: সংঘাত নিরসনে দোহায় বৈঠকে বসছে আফগানিস্তান-পাকিস্তান

 

ওয়ুন-এর্দেনের ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা ওই গণবিক্ষোভ উসকে দিয়েছিল। দুর্নীতির কারণে লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেনের পথেই যেতে হলো জানদানসাতারকে।

 

মঙ্গোলিয়ায় ২০২৬ সালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা দেশটিতে অর্থনৈতিক সংস্কার ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

]]>
সম্পূর্ণ পড়ুন