প্রথমত সব ধরনের গোনাহের কাজ ছেড়ে দিতে হবে। ফরজ ইবাদতসমূহ পালন করতে হবে। এসব করলে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছা যাবে। এরপর দোয়া করতে হবে।
কোরআনে দারিদ্র্য থেকে মুক্তির দোয়া
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَكُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡكَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ (উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকানু লানা ঈদান লিআওয়ালিনা ওয়াআখিরিনা ওয়া আয়াতাম মিনকা। ওয়ার জুকনা ওয়া আনতা খাইরুর রজিকিন।)
আরও পড়ুন: মোহরের সর্বোচ্চ পরিমাণ কত টাকা?
অর্থ: হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারসহ দস্তরখান নাজিল করুন, যা আমাদের জন্য আনন্দের কারণ হবে; আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্যও। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। এছাড়া আমাদের রিজিক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। (সুরা মায়েদা ১১৪)
হাদিসে দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার দরিদ্রতা দূর হয়ে যাবে।
اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।) (বুখারি ১৫৪৪)
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি, কাউকে জুলুম করা থেকে অথবা কারও দ্বারা অত্যাচারিত হওয়া থেকে।
আরও পড়ুন: মানুষকে দেখানোর জন্য দান করা, ইসলাম কী বলে?
বেশি বেশি ক্ষমা চাওয়া
হাদিসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহানবী (সা.) বলেন,
যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদাপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। (আবু দাউদ ১৫১৮)।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন সেটার আমল করা যেতে পারে। এছাড়া ইস্তেগফারের বিভিন্ন আমল আছে সেগুলো করা যেতে পারে। যেমন সাইয়েদুল ইসতেগফার পড়া। প্রতিদিন ৭০-১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া।
]]>