‘দাগি’ কেবল অপরাধীর তকমা নয়, আত্মদর্শনের আর্তনাদ

১ সপ্তাহে আগে
নিশান চরিত্রে আফরান নিশো প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত অভিনয় করেছেন। নিশোর প্রেমিকা জারিনের চরিত্রে তমা মির্জা অনন্য। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের পরে দুজনের সফল জুটির রসায়নের বিক্রিয়া ঘটতে শুরু করেছে। প্রতিক্রিয়াস্বরূপ এখন জনমানসে জয়জয়কার। জারিন নিশানের সঙ্গে সহবাস করেছে, নিশান বলপূর্বকও শরীর ছিনিয়ে নিয়েছে। জারিনের প্রথম বিয়ে হলো। কন্যাসন্তানটি সেই বরের নাকি নিশানের, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো। জারিনকে পুনরায় অপরাধজগতের কুখ্যাত মাস্তানকে বিয়ে করে সন্তান ধারণ করতে হলো। একই নারীকে ইচ্ছার বিরুদ্ধে বহুগামী হয়ে উঠতে হয়, একাধিক ব্যক্তির সন্তান ধারণ করতে হয়; পরিচালক সেই দৃষ্টান্তটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
সম্পূর্ণ পড়ুন