বুধবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রায় ২০০ জন দুস্থ, অসহায় ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই বাংলাদেশ কোস্ট গার্ডের অন্যতম দায়িত্ব। এ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সেই মানবিক দায়িত্ব পালনেরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
আরও পড়ুন: উপকূল-নৌপথে সহায়তার জন্য কোস্টগার্ডের সেবা নম্বর ১৬১১১ চালু
মেডিক্যাল ক্যাম্প ছাড়াও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ঘিরে এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সেখানে দেশপ্রেম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
আয়োজকরা জানান, তরুণদের মাঝে দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তুলতেই এমন আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।