দশ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

১ সপ্তাহে আগে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে মুনিরুল ইসলাম নামে পুলিশের বিশেষ শাখার সদস্যকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মনিরুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল পদে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজার জেলায়।


বুধবার (২০ আগস্ট) সকালে  চুনতি বনবিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালিয়ে কনস্টেবল মনিরুল কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। মহাসড়কে থানার চেকপোস্টে তার মোটরসাইকেল থামানো হয়। তল্লাশিতে তার কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়েছে।
মনিরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বুধবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন