দশ দিনের জন্য খুলনাঞ্চলের পাঁচ জেলার পরিবহন ধর্মঘট স্থগিত

৫ দিন আগে
প্রশাসনের আশ্বাসে খুলনা-বরিশালসহ ৫ জেলার ৯টি বাস মালিক সমিতির আগে আহ্বান করা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৬ অক্টোবর (সোমবার) থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। রোববার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ১০ দিনের জন্য স্থগিতের কথা জানায় সংগঠনের নেতারা।

অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ, সড়ক-মহাসড়কে সরকার ঘোষিত ইজি বাইক, মাহিন্দ্র, নছিমন, করিমন, চলাচল বন্ধ, দূরপাল্লা পরিবহনে উপজেলায় মাত্র একটি কাউন্টার রেখে অন্যগুলো অপসারণের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল ৫ জেলার ৯টি বাস মালিক সংগঠন। 


এ পরিস্থিতিতে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাস মালিক সমিতির নেতাদের বৈঠকের আহ্বান জানান। বৈঠকে বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। রোববার বিকেলে সেই বৈঠকে জেলা প্রশাসক তাদের দাবি মেনে নেয়ার জন্য আশ্বস্ত করেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করে সংগঠনগুলো।

আরও পড়ুন: দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বৈঠকে আমরা আমাদের দাবিগুলোর কথা আবারও জানিয়েছি। প্রশাসনের পক্ষ খেকে আমাদের আশ্বস্থ করা হয়েছে দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেয়া হবে। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত ১০ দিনের জন্য আমরা ধর্মঘট স্থগিত করছি। তবে এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আমরা আবারও ধর্মঘটের ডাক দেব।’


মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে খুলনা থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় গত এক মাস ধরে সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ করে আসছে এ অঞ্চলের ৯টি বাস মালিক সমিতি। খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার অন্তত ২০ রুটে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। রুটগুলোর মধ্যে খুলনা-বাগেরহাট, খুলনা মোংলা, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-পিরোজপুর, বাগেরহাট থেকে এসব জেলার রুট উল্লেখযোগ্য।

]]>
সম্পূর্ণ পড়ুন